কুলদীপ যাদবের স্পিন ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারল না আরব আমিরাতের ব্যাটাররা। তার স্পিনবিষে নীল হয়ে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। সেই রান তাড়ায় নেমে আরেক দফা ভারতের ব্যাটারদের তোপের মুখে পড়ল আরব আমিরাতের বোলাররা। পাওয়ার-প্লের মধ্যেই জয় নিয়ে মাঠ ছাড়ল ভারত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে মাত্র ৫৭ রানেই গুটিয়ে গেছে আরব আমিরাত। এতে নিজেদের টি-টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডে নাম লেখায় দেশটি। এর আগে দুবাইতেই ২০২৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ৬২ রানে অলআউট হয় তারা। জবাব দিতে নেমে মাত্র ৪.৩ ওভারেই ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেছে ভারত। এতে ৯ উইকেটের বড় জয়ে এশিয়া কাপের মিশন শুরু করল ভারত। আরব আমিরাতের দেওয়া লক্ষ্য ভারতের কাছে মামুলি ব্যাপার...