জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অনুসন্ধানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সদ্য নিয়োগ বাতিল হওয়া প্রধান এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে অর্থপাচার, কর ফাঁকি ও সম্পদ গোপনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। অনুসন্ধান প্রতিবেদনে দেখা গেছে, ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে কানাডায় থাকা মেয়ের কাছে এক কোটি ৮০ হাজার ৯৩৫ টাকা পাঠিয়েছেন শাহীনুল ইসলাম। তবে আয়কর রিটার্নে তিনি উল্লেখ করেছেন মাত্র ১০ লাখ টাকা পাঠানোর তথ্য। অর্থাৎ প্রকৃত অঙ্ক গোপন করে বাকি টাকা পাচার করেছেন বলে ধারণা করছেন গোয়েন্দারা। এছাড়া তার একাধিক ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া গেছে। ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত বিভিন্ন ব্যাংক হিসাবে মোট লেনদেনের পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়েছে। এর বাইরে বিকাশ ও রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং একাধিক ক্রেডিট কার্ডের মাধ্যমেও...