প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ৫ একর করে ভূমি উন্নয়ন ও জমি অধিগ্রহণ করার কথা রয়েছে। একই সঙ্গে ২৩টি প্রতিষ্ঠানের নামে একটি করে এবং দাপ্তরিক কাজের জন্য ২টি মোট ২৫টি মাইক্রোবাস কেনার কথাও রয়েছে। ‘২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন’ প্রকল্পটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন। এ প্রকল্পের উদ্দেশ্য হলো- দেশের ২৩টি জেলায় নতুন পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করে দক্ষ মানবসম্পদ তৈরি করা ও বেকারত্ব কমানো। এ প্রকল্পের অবকাঠামো নির্মাণের দায়িত্বে রয়েছেন ইইডির প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম। প্রতিষ্ঠান স্থাপনের জন্য জমি বুঝে না পাওয়ার কারণে প্রকল্পের কাজ পিছিয়ে গেছে বলে তার দাবি। প্রকল্পের সর্বশেষ অগ্রগতির বিষয়ে রফিকুল ইসলাম সংবাদকে বলেছেন, ‘কাজ শুরু হয়েছে রিভিশনের জন্য আটকে আছে। মোট ১৬টির জমি পাওয়া গেছে। এরমধ্যে ৯টি...