১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পিএম ওয়াশিংটনের সামনে এখন একটিই পছন্দ: তারা কি আরব উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেবে, নাকি সেই সম্পর্কের বিনিময়ে ইসরায়েলের দণ্ডমুক্ত আচরণকে প্রশ্রয় দেবে? ৯ সেপ্টেম্বর দোহার আকাশ মধ্যপ্রাচ্যে এক নতুন বাস্তবতার মঞ্চ হয়ে ওঠে। কাতারের রাজধানীতে হামাস নেতাদের ওপর ইসরায়েলের বিমান হামলা নিছক একটি কৌশলগত অভিযান ছিল না; এটি ছিল একটি স্পষ্ট বার্তা যে, কোনো আরব শহরই তাদের নাগালের বাইরে নয়, এবং আঞ্চলিক শক্তিগুলো যখন দণ্ডমুক্ত হয়ে কাজ করে, তখন কোনো জোট, তা যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। কয়েক দশক ধরে উপসাগরীয় রাষ্ট্রগুলো আমেরিকার সামরিক শক্তির ঢালের ওপর নির্ভর করে ছিল, এই বিশ্বাসে যে, মার্কিন ঘাঁটিগুলো তাদের ভূখণ্ডকে অলঙ্ঘনীয় করে তুলবে। সেই ধারণা...