সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মাকে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ে, জামাতা ও নাতনিদের বিরুদ্ধে।গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার কাকশিয়ালী গ্রামে ঘটনাটি ঘটে ।নিহত ফাতেমা বেগম ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী।পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফাতেমা বেগমের সঙ্গে তার কন্যা খালেদা বেগমের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন বিকেলে খালেদা বেগম তার স্বামী আফজাল হোসেন, মেয়ে সাজেদা, সুমাইয়া ও ছেলে আব্দুল্লাহকে নিয়ে মায়ের বাড়িতে যান।একপর্যায়ে বাকবিতণ্ডার জেরে তারা সবাই মিলে ফাতেমা বেগমকে লাঠি দিয়ে বেধড়ক প্রহার করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত...