ভারতের দক্ষিণের মহাতারকা রজনীকান্তের সর্বশেষ সিনেমা 'কুলি' এবার আসছে ওটিটিতে। গেল ১৪ অগাস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। দক্ষিণের মহাতারকার সিনেমাটি মুক্তির তিন সপ্তাহের মাথায় বিশ্বব্যাপী প্রায় ৫১০ কোটি রুপি আয় করে আলোচনায় আসে। মাস না পেরুতেই বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে ‘কুলি দেখা যাবে। সান পিকচার্স প্রযোজিত এই সিনেমাটি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পাবে। তবে ওটিটিতে হিন্দি ভার্সন থাকছে না। প্রাইম ভিডিও এক্সে জানিয়েছে, “দেবা, সাইমন ও দাহার কাহিনী দেখার জন্য প্রস্তুত হন।” মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে প্রকাশ করা হয় রজনীকান্তের একটি পোস্টার। get ready to vibe with the saga of Deva, Simon, and Dahaa 🔥#CoolieOnPrime, Sep 11@rajinikanth@sunpictures@Dir_Lokesh@anirudhofficial#AamirKhan@iamnagarjuna@nimmaupendra#SathyaRaj#SoubinShahir@shrutihaasan@hegdepoojapic.twitter.com/Erjtef2o0C সেই ঘোষণা আসার পর এত দ্রুত ওটিটিতে সিনেমাটি মুক্তি ঘিরে সোশাল মিডিয়ায় তৈরি হয়েছে মিশ্র আলোচনা। বিস্ময় প্রকাশ...