সহিংস বিক্ষোভের মধ্যে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগ করার পর দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। নেপালে রাজনৈতিক সংকটের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়েছেন দেশটির সেনা প্রধান। গত ২৪ ঘণ্টা ধরে নেপালে কার্যত কোনো সরকার নেই। আন্দোলনকারী জেন জি গ্রুপের নেতাদের ভাষ্য, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের জন্য ব্যক্তির নাম চূড়ান্ত করতে জেন জি গ্রুপ বর্তমানে জুমে বৈঠক করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার জন্য আলোচনায় আছে তিনজনের নাম। এর মধ্যে সুশীলা কার্কি সম্মতি দিয়েছেন বলেও জানা গেছে। সুশীলা কার্কি ছিলেন নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি। তিনি জুলাই ২০১৬ থেকে জুন ২০১৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন। সাত ভাইবোনের মধ্যে...