এশিয়া কাপের এবারের আসর বড় জয় দিয়ে শুরু করলো ভারত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ৯ উইকেটে। আমিরাত টস হেরে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের তোপের মুখে ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।আরো পড়ুন:বাংলায় কথা বলায় বাংলাদেশি আখ্যা, কেড়ে নেওয়া হলো চাকরিমৃতদেহ সৎকার করেন যে নারী বাংলায় কথা বলায় বাংলাদেশি আখ্যা, কেড়ে নেওয়া হলো চাকরি রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন অভিষেক শর্মা। তার চার-ছক্কার ফুলঝুরিতে ৩.৪ ওভারেই ভারত তোলে ৪৮ রান। এসময় তিনি ১৬ বলে ২টি চার ও ৩ ছক্কায় ৩০ রান করে জুনাইদ সিদ্দিকীর বলে আউট হন। এরপর শুভমান গিলের ৯...