আর্জেন্টিনার বিপক্ষে গোলের পর ইকুয়েডরের খেলোয়াড়ের প্রার্থনা ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে একই দিনে হেরেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই দলই হেরেছে প্রতিপক্ষের মাঠে। ইকুয়েডরের কাছে একই ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। এই ম্যাচে খেলেননি লিওনেল মেসি। যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে হেরেছে আর্জেন্টিনা। ইকুয়েডরের হয়ে একমাত্র গোল এনার ভ্যালেন্সিয়ার। প্রথমার্ধের সংযুক্তি সময়ে একটি বল ক্লিয়ার করতে গিয়ে নিকোলাস ট্যাগলিয়াফিকো ইকুয়েডরের ফুটবলারের মুখে আঘাত করেন। পেনাল্টি থেকে গোল করেন ভ্যালেন্সিয়া। গোটা ম্যাচেই দাপট ছিল ইকুয়েডরের। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস একাধিক নিশ্চিত গোল না বাঁচালে আরও বড় ব্যবধানে হারতো আর্জেন্টিনা। প্রথমার্ধে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার নিকোলাস ওটামেন্ডি। তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের মোজেস কাইসিডোও লাল কার্ড দেখেন। বলিভিয়ার লা পাজে সমুদ্রপিষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উচ্চতার মাঠে খেলতে গিয়ে সমস্যায় পড়ে...