ভৈরব পৌর শহরের কমলপুর মোজাফফর বেপারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও অভিভাবকদের জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজের গুণগতমান ও বাহ্যিক সৌন্দর্য ব্যাহত করেছেন। ফলে ভবনের সৌন্দর্য স্থায়িত্ব নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। সরেজমিনে নতুন ভবনের নির্মাণ কাজ দেখতে গেলে স্থানীয়রা বিভিন্ন সমস্যা গুলো ঘুরে দেখালে, তখন ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়। অভিযোগ রয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে টেন্ডারের মাধ্যমে কটিয়াদীর ঠিকাদারী প্রতিষ্ঠান এসকন ট্রেডিং এ- কন্সট্রাকশন কমলপুর মোজাফফর বেপারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবনের কাজটি পেলেও আবুল কাসেম নামে ভৈরবের এক ঠিকাদারের কাছে বিক্রি করে দিয়েছেন। ভৈরবের ঠিকাদার আবুল কাসেম ওই কাজটি শুরু থেকে এখনো করে যাচ্ছেন। কটিয়াদীর ঠিকাদারের নাম জানেননা...