হংকংয়ের বিপক্ষে বিশাল জয়ের এ ম্যাচে সাত জন বোলার ব্যবহার করেন আফগান অধিনায়ক রশিদ। ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, এএম গাজানফার, গুলবাদিন নাইব’রা দারুণ বোলিং করেও কেউ পুরো চার ওভার বোলিং পাননি। অভিজ্ঞ নবি তো এ দিন এক ওভারও বোলিং পাননি। বোলিংয়ের এত বিকল্প থাকা নিয়ে ম্যাচ শেষে জিজ্ঞেস করা হলো রশিদ খানকে। আফগান অধিনায়ক হেসে বললেন মধুর বিড়ম্বনার কথা। ‘খুবই কঠিন কাজ (এত বিকল্প থেকে বেছে নেয়া), এমনকি একাদশ নির্বাচনও কঠিন। মুজিবকে (গতকাল মঙ্গলবার) বাইরে রাখতে হয়েছে, ভীষণ কঠিন সিদ্ধান্ত। কিছু কিছু ম্যাচে নুরকেও বাইরে রাখতে হয়। আজকে তো আমি নিজের দুই ওভারের কথা ভুলেই গিয়েছিলাম।’ ‘কোন দলের বিপক্ষে কে বেশি কার্যকর হতে পারে, কোন কোন ব্যাটারদের বিপক্ষে কে বেশি সফল, এসব দেখতে হয় (একাদশ গঠনে ও বোলিং পরিবর্তনে)। ভালো...