সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম বুলবুল ২০ ওভারের ক্রিকেট নিয়ে আগাম কিছু ধারণা করা কঠিন বলেই মনে করেন আমিনুল ইসলাম বুলবুল। তবে তার বিশ্বাস, এবারের এশিয়া কাপে লম্বা পথ পাড়ি দেবে লিটন কুমার দাসের দল। হংকংয়ে’র বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার টুর্নামেন্ট শুরু করবেন লিটনরা। বাংলাদেশের অভিযান শুরুর আগের দিন (বুধবার) হোম অব ক্রিকেটে সংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি শোনালেন দল নিয়ে তার আশার কথা। ‘আমি প্রত্যাশা করছি, আমাদের দলের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। এটা এমন একটা সংস্করণ, এখানে ভবিষ্যদ্বানী করা খুব কঠিন। আমি খুবই আত্মবিশ্বাসী এই দলটা নিয়ে।’ আইসিসি’র ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কাজ করার সময়টায় সংযুক্ত আরব আমিরাতে অনেকটা সময় কাটাতে হয়েছে আমিনুলকে। এখানকার উইকেট-কন্ডিশন, ধরন সবকিছু তার খুব ভালোভাবেই জানা। সাবেক এই অধিনায়কের বিশ্বাস, টুর্নামেন্টে পার্থক্য...