ময়মনসিংহের ভালুকায় পৃথক অভিযানে আটজনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এর মধ্যে ডাকাতি প্রস্তুতিকালে ছয়জন এবং মাদকবিরোধী অভিযানে দুইজনকে আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উপজেলার একটি স্থানে অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান রোডের মনিরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৮), শাহীভাগের জাবেদ আলীর ছেলে মনির হোসেন (২৮), চুনারুঘাট গণশ্যাপুরের হাসান আলীর ছেলে শাজাহান মিয়া (২৭), হবিগঞ্জ নবীগঞ্জের ফরিদপুরের সুজন মিয়ার ছেলে শিপন মিয়া (২৩), মাখন মিয়ার ছেলে আব্দুল মমিন রুমন (২৪), ময়মনসিংহের ধোবাউড়া ঝিগারগাদিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে শহিদুল...