ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল সংসদের নবনির্বাচিত ভিপি আজিজুল হক এবং জিএস মোখলেসুর রহমান জাবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হক এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন মোখলেসুর রহমান জাবির। বুধবার গভীর রাতে উদয়ন স্কুল কেন্দ্রে সূর্যসেন হলের ঘোষিত ফলাফলে আজিজুল হক ও জাবিরের জয়ের তথ্য নিশ্চিত হয়। আজিজুল হক স্বতন্ত্র নির্বাচন করেছেন। তিনি ৬৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনের আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মনোয়ার হোসেন পেয়েছেন ৪৫২টি ভোট। শিবির-সমর্থিত মোখলেছুর রহমান জাবির ৪৮২ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. রিয়াদ মাল। এজিএস পদে ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন সাকিব। তার...