চিকিৎসক ও ওষুধ সংকটে যখন বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রটির বেহাল দশা তখন মরার উপর খাড়ার মত আউট সোর্সিং এর নিয়োগ বন্ধ হয়ে যাওয়ায় অবস্থা এখন আরো নাজুক হয়ে পড়েছে। এ দিকে প্রতিদিন দু থেকে তিনশ, রোগী আউট ডোরে চিকিৎসা নিতে আসেন। বর্তমানে হাসপাতালে যে কর্মচারী ও ডাক্তার আছেন তাদের পক্ষে সামলানো কঠিন হয়ে পড়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওহিদুজ জামান জানান, বর্তমানে হাসপাতালে ৭ জন চিকিৎসক থাকলেও মূলত প্রতিদিন ৪/৫ জনের বেশি ডাক্তার উপস্থিত হতে পারেন না। কিন্তু সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে আউট সোর্সিং এর ২২জন চতুর্থ শ্রেণীর কর্মচারী প্রত্যাহার করে নেওয়ায় সুইপারসহ পরিচ্ছন্নতা কর্মী না থাকায় ময়লার ভাগাড় হয়ে পড়েছে হাসপাতাল চত্বর। তদুপরি, জীবন রক্ষাকারী ওষুধ না থাকায় দুর্ভোগে পড়েছে রোগীরা। ওষুধ না থাকায়...