সরকারি ক্রয় বিধিমালায় আসছে গুরুত্বপূর্ণ ১৬ পরিবর্তন। এর মধ্যে দরপত্রে বহুল আলোচিত ১০ শতাংশের কম অথবা বেশি মূল্যসীমার বিধানটি বাদ দেওয়া হচ্ছে। কেননা এতে আগেই সরকার নির্ধারিত দর জেনে দরপত্র দাখিল এবং একক বড় ঠিকাদারের একাধিক কাজ পাওয়ার সুযোগ আছে। এখন নতুন সংশোধনী প্রস্তাবে এই মূল্যসীমা বাদ দিয়ে আন্তর্জাতিক রীতিনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিধান যুক্ত করা হবে। সংশোধনী খসড়া বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে রয়েছে। অনুমোদন হলে দু-এক দিনের মধ্যেই পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। সেখানে ভেটিংয়ের পর সব ঠিক থাকলে প্রজ্ঞাপন জারি করা হবে। বুধবার খসড়া ‘পবলিক প্রকিউরমেন্ট বিধিমালা’ ২০২৫ নিয়ে অনুষ্ঠিত এসব তথ্য জানানো হয়। রাজধানীর শেরেবাংলা নগরের আইএমইডি সম্মেলন কক্ষে সেমিনার আয়োজন করে বিপিপিএ। এতে সহায়তা দিয়েছে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএমইডি সচিব...