১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম ভাঙচুরের পাঁচ মাস অতিক্রান্ত হলেও নতুন করে সংস্কারের উদ্যোগ না নেওয়ায় পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা থেকে বঞ্চিত হচ্ছে পটুয়াখালীবাসী। গত ১৪ এপ্রিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পুকুরে ডুবে মৃত্যুকে কেন্দ্র করে এই আইসিইউ ইউনিট ভাঙচুরের ঘটনা ঘটে। আইসিইউ সেবা বন্ধ থাকায় সংকটাপন্ন রোগীদের ঝুঁকিপূর্ণ অবস্থায় বরিশাল বা ঢাকায় নিয়ে যেতে হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, করোনা মহামারির সময় ২০২১ সালের ফেব্রুয়ারিতে স্বাস্থ্য মন্ত্রণালয় গুরুতর অসুস্থ ও আহত রোগীদের নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য এই ৫ বেডের আইসিইউ ইউনিট চালু করে। জেলার একমাত্র এই ইউনিট থেকে গত পাঁচ বছরে পাঁচ শতাধিক রোগী বিশেষায়িত সেবা নিয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের...