চট্টগ্রাম:পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল এককভাবে পরিচালনা ও ব্যবস্থাপনার বিষয়ে বিআইডব্লিউটিএর সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমঝোতা চুক্তি হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘পশ্চাদ সুবিধাসহ হেভি লিফট কার্গো জেটি নির্মাণ প্রকল্প’ নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সাথে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকার বিআইডব্লিউটিএর সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, নৌবাহিনীর পক্ষে রিয়ার অ্যাডমিরাল (অব.) আনোয়ার হোসেন, বন্দরের সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। বন্দর সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে জানান, বিআইডব্লিউটিএর সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমঝোতা স্মারকের মাধ্যমে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল ও তৎসংলগ্ন ৪৮ দশমিক ২৪ একর...