যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত–যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে আলোচনা চলছে এবং শিগগিরই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন। কয়েক সপ্তাহের কূটনৈতিক অচলাবস্থার পর দুই পক্ষের এই সদর্থক বার্তা সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মঙ্গলবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প লিখেছেন, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের দুই মহান দেশের মধ্যে একটি সফল সমঝোতায় পৌঁছাতে কোনও সমস্যা হবে না। এর পরদিন মোদি জবাবে বলেছেন, ওয়াশিংটন ও নয়াদিল্লি ঘনিষ্ঠ বন্ধু ও স্বাভাবিক অংশীদার। উভয় দেশের দলীয় পর্যায়ের আলোচনা দ্রুত শেষ করার জন্য কাজ করছে। মোদি আরও বলেছেন, তিনি শিগগিরই ট্রাম্পের সঙ্গে কথা বলার অপেক্ষায় আছেন। এই ইতিবাচক বার্তার পর ভারতীয় শেয়ারবাজারে সূচক ০ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়। গত কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসন...