রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাত জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর মধ্যে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ নির্বাহী সদস্য সনাতন ধর্মাবলম্বী সুজন চন্দ বাদ পড়েছেন। বুধবার সন্ধ্যায় প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান স্বাক্ষরিত প্রাথমিক প্রার্থী তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৬০ জন ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে সাত জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। রাকসু নির্বাচনের বিভিন্ন পদে ২৫৫ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদে ৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। প্রার্থিতা বাতিল হওয়া অন্যরা হলেন- সহসভাপতি (ভিপি) প্রার্থী সাগর আহমেদ মিয়া, সাধারণ...