গাজী সাঈদ:মণিরামপুরের কুয়াদায় টাকার অভাবে জটিল রোগের চিকিৎসা ও অপারেশান করাতে পারছে না অসহায় অসিম রায়(৩৪)। সমাজের মানবিক ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে সে। জানা যায়, উপজেলার ভোজগাতী ইউনিয়নের জামজামি গ্রামের হতদরিদ্র সুনিল রায়ের একমাত্র ছেলে অসিম রায় দির্ঘদিন ধরে ঘাড়ের শিরা জনিত জটিল রোগে ভুগছে। চিকিৎসক জানিয়েছেন অপারেশান করাতে হবে। কিন্তু টাকার অভাবে অপারেশান করাতে পারছে না সে। অভাবের তাড়নায় ঠিকমত ঔষধ কিনে খেতেই পারছে না, অপারেশান করার টাকা পাবে কোথায় ? দিন দিন তার শরীরের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। তার চিকিৎসার জন্য সমাজের মানবিক ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে অসহায় অসিম রায় পরিবার। স্বরেজমিন জানা যায়, হতদরিদ্র বাবার এক কাঁঠা জমিতে নির্মিত দু’টি ঘরে বাবা-মা, স্ত্রী-পুত্র নিয়ে বসবাস করে অসিম রায়। এই বসত ভিটাটুকু ছাড়া...