প্রথমবারের মত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবিরে প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। নির্বাচনে মোট ২৮টি পদের ২৩টিতেই জিতেছে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের এই প্যানেল। ডাকসুর শীর্ষ তিন পদে শিবিরের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের। তবে কোনো পদেই তারা জয়ের মুখ দেখেননি। তিন পদেই শিবিরের প্রার্থীরা তাদের নিকটতম প্রতিদ্বন্দি¦ জাতীয়বাদী ছাত্রদলের দ্বিগুনেরও বেশি ভোট পেয়েছেন। পাঁচটি পদের মধ্যে তিনটি সম্পাদক পদে নির্বচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। কেন্দ্রীয় সংসদে ১৩টি সদস্য পদের পদ্যে একটি বামপন্থী প্রতিরোধ পর্ষদ ও দুটি স্বতন্ত্র প্রার্র্থী নির্বাচিত হয়েছে। ডাকসুর অন্য পদগুলোয় ছাত্রদল ও জুলাই আন্দোলনের পর গঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থীরা উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি। দিনভর ভোট কারচুপি, আচরণবিধি লংঘন, সিল মারা ব্যালট প্রদান ও অবৈধ সুযোগ...