বড় জয়ে ২০২৫ এশিয়া কাপ শুরু করলো ভারত। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। স্বাগতিকদের বিপক্ষে রানতাড়ায় নেমে পাঁচ ওভারের মধ্যেই জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। বুধবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আসরের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হয় ভারত। টস জিতে আমিরাতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সূর্যকুমার যাদব। আগে ব্যাট করতে নেমে ভারতের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আরব আমিরাত। ১৩.১ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মোটে ৫৭ রান তুলতে সক্ষম হয় তারা। স্বাগতিকদের পক্ষে দুই ওপেনার ছাড়া দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি কেউ। ওপেনার আলিশান শারাফু ১৭ বলে সর্বোচ্চ ২২ রান করেন। আরেক ওপেনার ওয়াসিমের ব্যাট থেকে আসে ২২ বলে ১৯ রান। বাকিদের মধ্যে রাহুল চোপরা ৩ রান এবং অন্যরা...