৭২ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে গণপিটুনিতে তিন তরুণ নিহত হয়েছেন। তারা হলেন ইয়ামিন (২৩), হানিফ (২২) ও সুজন (২৩)। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হানিফ ও সুজন পেশাদার ছিনতাইকারী ও চিহ্নিত অপরাধী। বুধবার (১০ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক ৭২ ঘণ্টার মধ্যে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর ও আজ সকালের দিকে মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে পৃথক দুটি গণপিটুনির ঘটনায় দুজন নিহত হন। আহত হন আরও দুজন। গণপিটুনিতে হানিফ ও সুজন নিহত হওয়ার ঘটনা পৃথক সময়ে ঘটলেও স্থান ছিল একই, মোহাম্মদপুরের নবীনগর হাউজিং। এ ঘটনায় আহত শরিফ (২২) ও ফয়সাল (২৩) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওসি কাজী রফিক বলেন, নিহত দুইজনের অতীত বিশ্লেষণ করে পুলিশের রেকর্ড থেকে জানা যায়, তারা পেশাদার ছিনতাইকারী ছিলেন।...