মধুপুর আনারসের রাজধানীতে শেষ মৌসুমেও এ বছর চড়া দাম যাচ্ছে। আনারসের দামের সূচক উর্ধ্বমুখী। পরিবহন খরচ বৃদ্ধিসহ স্থানীয় বাইক খরচ বেড়ে গেলেও চড়া দামের কারণে তেমন প্রভাব পড়েনি বলে কৃষকরা মনে করছে। পাইকার ক্রেতা বেশি থাকায় বাজারে প্রচুর আনারসের আমদানি থাকলেও দাম পড়েনি। স্থানীয় পাইকাররা কিনে বিভিন্ন মোকামেও পাঠাচ্ছে। পাইকাররা বলছে মোকামগুলোর বাজার তুলনামূলক ভাবে চাহিদা বেড়ে যাওয়ায় দামও বেড়েছে। ফলের মোকামে চাহিদা বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকার কারণে চাহিদা বেশি। কৃষি বিভাগ বলছে, এ বছর মধুপুর গড়ে আনারসে ৭শ’ ৬০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। উৎপাদন ২ লক্ষ ৬৫ হাজার ২শ’ মে.টনের লক্ষ্যমাত্রা রয়েছে। আনারস চাষে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ মৌসুমে মধুপুরে ৬ হাজার ৬ শ’ ৩০ হেক্টর জমিতে আনারস...