ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর বিভিন্ন পদে প্রতিদ্বন্ধিতা করে পরাজিত একাধিক প্রার্থী ফলাফল প্রত্যাখ্যান করে বিভিন্ন রকম মন্তব্য করেছেন। স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করে বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের ‘বেঈমানি’ ইতিহাসের পাতায় লেখা থাকবে। মঙ্গলবার নির্বাচনের পর ভোর পৌনে ৬টায় ফেইসবুক পোস্টে তিনি বলেন, “অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে।” শহিদুল্লাহ হলে এক শিক্ষার্থীর অভিযোগ, জিএস পদে যাকে ভোট দিয়েছেন ফলে দেখা যাচ্ছে প্রার্থী ১টি ভোটও পাননি জুলাই গণঅভ্যুথানে সক্রিয় ভূমিকা রাখা উমামা বলেন, “কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একি ইতিহাস, একি ব্যবস্থা। মাঝে দিয়ে এতগুলা পরিবার নিঃস্ব হলো। নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামি ছাত্রশিবির কি পরিমাণ বেঈমানি করেছে জাতির সাথে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।” এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৩টার...