ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর নির্বাচনের ফলাফল কোনোভাবেই জাতীয় নির্বাচনের ওপর পড়বে না। এ নির্বাচনে কোনো অনিয়মের সুযোগ দেওয়া হবে না।’ আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপরে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নদী ভাঙন রোধে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন ড. আসাদুজ্জামান রিপন। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘ডাকসু নির্বাচনে আগে যারা হারত, তারা শুধু অভিযোগ করত। এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এ টু জেড—সব প্যানেলই ভোট কারচুপির অভিযোগ করেছে। এমনকি, যারা জয়ী হয়েছে সেই ছাত্রশিবিরও এ ধরনের অভিযোগ করেছে।’ ড. আসাদুজ্জামান রিপন আরও বলেন, ‘ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থি, বৈষম্যবিরোধী ছাত্র—সবাই অভিযোগ করেছে। অভিযোগ করেনি এমন কোনো দল নেই।...