ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নির্বাচনে এবার অভাবনীয় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জুলাই গণ-অভ্যুত্থানের পর ডাকসুর প্রথম এই নির্বাচনে ওই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস এবং ১২টি সম্পাদক পদের নয়টিতেই জয়ী হয়েছেন।শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম মোট ভোট পেয়েছেন ১৪০৪২। পক্ষান্তরে বামদের জোট প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ৬৮ ভোট। রেশিও হিসাব করে দেখা যায়, এবারের নির্বাচনে ২০ হাজারের বেশি গুণ পেছনে পড়েছেন এই ভিপি প্রার্থী।ভোট কম পেলেও নিজের ফেসবুক পোস্টে শেখ তাসনিম আফরোজ ইমি লেখন, ‘ডাকসুতে শুভেচ্ছা জানানোর মতো প্রার্থী নির্বাচিত (!) হয়নি। আমি তাদেরকে আমার প্রতিনিধি হিসেবে মেনে নিতে পারব না।’সাদিক কায়েম ছাড়াও শিবির সমর্থিত প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ...