ফেবারিটের শুরুটা হলো ফেবারিটের মতোই। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে বিধ্বস্ত করলো সূর্যকুমার যাদবের দল। প্রথমে ব্যাট করে ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। ৫৮ রানের সহজ লক্ষ্য ভারত পাড়ি দিয়েছে ২৭ বলেই (৪.৩ ওভারে)। ৯ উইকেট আর ৯৩ বল হাতে রেখে জিতেছে তারা। দুই ওপেনার শুভমান গিল আর অভিষেক শর্মা ২৩ বলে গড়েন ৪৮ রানের জুটি। অভিষেক ১৬ বলে ২ চার আর ৩ ছক্কায় ৩০ করে আউট হন। গিল ৯ বলে ২০ আর সূর্যকুমার ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন। এর আগে পুরো ২০ ওভারও খেলতে পারেনি স্বাগতিক আরব আমিরাত। ১৩.১ ওভারে তাদের ৫৭ রানে গুটিয়ে দিয়েছে ভারত। টি-টোয়েন্টি এশিয়া কাপে যেটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড। ২০২২ সালের সেপ্টেম্বরে শারজায় পাকিস্তানের...