জাতীয় দলের হয়ে ওমার মার্মুশ চোট নিয়ে মাঠ ছাড়ার পরই একরকম নিশ্চিত হয়ে যায়, ক্লাব ফুটবল ফেরার শুরুতে তাকে পাবে না ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাবটি এবার আনুষ্ঠানিকভাবে সেটাই জানিয়ে বলল, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে পারবেন না মিশরের এই ফরোয়ার্ড। বিশ্বকাপ বাছাইয়ে মঙ্গলবার বুর্কিনা ফাসোর বিপক্ষে ম্যাচের নবম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মার্মুশ। ম্যাচের পর মিশরের দলীয় চিকিৎসক মোহামেদ আবু এল-এলা জানান, মার্মুশের হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। বুধবার সকালে কায়রোতে ফিরে এক্স-রে করানো হয় ২৬ বছর বয়সী এই ফুটবলারের। ম্যানচেস্টার সিটি এ দিন বিবৃতি দিয়ে বলেছে, প্রাথমিক স্ক্যানে মার্মুশের চোট যথেষ্ট গুরুতর মনে করা হচ্ছে, তাই ম্যানচেস্টার ডার্বিতে পাওয়া যাবে না তাকে। চোটের অবস্থা আরও মূল্যায়ন ও পুনর্বাসন শুরু করার জন্য এখন তিনি ম্যানচেস্টারে ফিরবেন। এমনিতেই বেশ...