বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের প্রার্থী হিসেবে চিকিৎসক ও শিক্ষাবিদ ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে মনোনয়ন দিয়েছে। ১৯৬১ সালে যশোর শহরের খড়কি পীরবাড়িতে জন্ম নেওয়া ফরিদের পিতা অধ্যাপক শরিফ হোসেন ছিলেন যশোর সরকারি এমএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ। ডা. ফরিদ যশোর জিলা স্কুল ও ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়াশোনা শেষে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়ে রয়েল কলেজ অব পেডিয়াট্রিকস অ্যান্ড চাইল্ড হেলথ থেকে ডিগ্রি অর্জন করেন। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি এবং এনএইচএস ইংল্যান্ড থেকে ‘‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’’ পান। তিনি আল কোরআন একাডেমি লন্ডন, ইডেন একাডেমি কভেন্ট্রি, ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। বর্তমানে ঝিকরগাছা-চৌগাছায়...