জুলাই সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা আদালতে চ্যালেঞ্জ করা হবে না এবং সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে— রাজনৈতিক দলগুলোর কাছে এমন দৃঢ় অঙ্গীকার চয় জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে প্রস্তুত করা জুলাই সনদে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। সনদের একটি কপি ঢাকা পোস্টের হাতে এসেছে। কমিশন সূত্রে জানা গেছে, চূড়ান্ত সনদটি এখনো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়নি। বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সনদ ও সেই প্রক্রিয়া একসঙ্গে পাঠানো হবে। ঐকমত্য কমিশন জুলাই সনদে বলেছে, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত ধারাবাহিক সংগ্রামে বাঙালি জাতি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন পূরণ করে। কিন্তু রাষ্ট্র পরিচালনায় একচ্ছত্র ক্ষমতা, সামরিক শাসন, দলীয়করণ, দুর্নীতি ও ভোট ডাকাতির কারণে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়। বিশেষ করে ২০০৯ সাল থেকে...