শারীরিক অবস্থা অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনগীতির জনপ্রিয় শিল্পী ফরিদা পারভীনকে। মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার বিকালের দিকে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বড় ছেলে ইমাম নিমেরী। গ্লিটজকে তিনি বলেন, “আইসিইউতে ছিলেন, সেখান থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত হচ্ছিল। কিন্তু (বুধবার) সকাল থেকে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসকরা ভেন্টিলেশন সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেয়।” ইউনির্ভাসেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী গ্লিটজকে বলেন, “ফরিদা পারভীনকে ভেন্টিলেটর মেশিনে দেওয়া হয়েছে, যেটাকে সাধারণত লাইফ সাপোর্ট বলা হয়৷ উনি নিজে থেকে শ্বাস নিতে পারছেন না। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। ব্লাড প্রেসার পাওয়া যাচ্ছে না। তিনটা ঔষধ দেওয়ার পরও পাওয়া যাচ্ছে না। এটা কতক্ষণ চলবে তা বলা যাচ্ছে না। “যদি উনার ব্লাড প্রেসার বাড়ে তাহলে হয়ত আশা করা যাবে। আর...