রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৮ কেজি ওজনের একটি কোরাল মাছ। যার দাম হাঁকা হয়েছে ১০ হাজার টাকা। বুধবার সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ কোরাল মাছটি ১০ হাজার টাকায় কিনে নেন। দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ যুগান্তরকে সন্ধ্যায় বলেন, সকালে দৌলতদিয়া মাছ বাজারের হালিমের আড়ত থেকে ৮ কেজি ওজনের কোরাল মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে আমি মোট ১০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। এখন ফোনের মাধ্যমে কেজিতে একটু লাভ রেখে মাছটি বিক্রি করে দেব। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা যুগান্তরকে বলেন, পদ্মা নদীতে এ রকম বড় কোরাল মাছ খুব একটা দেখা যায় না। তবে নদীতে ইদানীং মাঝে...