ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদে স্বতন্ত্র প্রার্থীরাই শীর্ষ তিন পদে সব চেয়ে বেশি বিজয়ী হয়েছেন। শুধুমাত্র জগন্নাথ হলের ভিপি পদে পল্লব বর্মন ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। শেখ মুজিবুর রহমান হল ও বিজয় একাত্তর হলের কয়েকটি সদস্য পদে নির্বাচিত হয় ছাত্রদল। হল পর্যায়ে বাগছাস প্যানেল না দিলেও দলীয় পদধারী নেতারা বেশ কিছু পদে নির্বাচিত হয়েছেন। এরমধ্যে মেয়েদের পাঁচ হলে তুলনামূলকভাবে বাগছাসকে এগিয়ে থাকতে দেখা গেছে। সূত্র বলছে, অন্যান্য হলগুলোতে স্বতন্ত্র থেকে বিজয়ী হওয়া প্রার্থীরা অনেকেই শিবির সমর্থিত। সলিমুল্লাহ মুসলিম হলের ভিপি জায়েদুল হক, জিএস সাদমান আব্দুল্লাহ; শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভিপি আহসান হাবীব, জিএস খালেদ হাসান; শহীদুল্লাহ হলের ভিপি তারেকুল ইসলাম তারেক, জিএস তাওকির হাসান; অমর একুশে হলের ভিপি রবিউল ইসলাম, জিএস মোহাম্মদ রবিউল ইসলাম; ফজলুল হক মুসলিম হলের...