৪০ ওভারের লড়াই শেষ ১৭.৪ ওভারে। ম্যাচ শেষ দুই ঘন্টারও কম সময়ে। এখান থেকেই অনুমান করে নেওয়া যায় ম্যাচের চিত্র। ভারতের সামনে দাঁড়াতেই পারল না সংযুক্ত আরব আমিরাত। কুলদিপ ইয়াদাভ ও শিভাম দুবের দারুণ বোলিংয়ে অনায়াস জয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল সুরিয়াকুমার ইয়াদাভের দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ৯ উইকেটে। নাটকীয় ব্যাটিং ধসে স্রেফ ১০ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারিয়ে আমিরাত ৫৭ রানে গুটিয়ে যায় ১৩.১ ওভারে। সেই রান ভারত পেরিয়ে যায় ৪.৩ ওভারেই। টি-টোয়েন্টিতে আমিরাতের সর্বনিম্ন স্কোর এটিই। এই মাঠেই গত বছর স্কটল্যান্ডের বিপক্ষে ৬২ ছিল তাদের আগের সর্বনিম্ন। এই সংস্করণের এশিয়া কাপে আমিরাতের চেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার নজির আছে কেবল একটি। ২০২২ আসরে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ৩৮...