ফ্যাসিস্ট্যের দোসর প্রকৌশলী হাবিব ফের নোয়াখালীর জনস্বাস্থ্যে ফিরতে জোর চেষ্টা, তদবির ! NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। নোয়াখালী : ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হয়েও এখনো বহাল তবিয়তে রয়েছেন নোয়াখালীর বিদায়ী নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব। সম্প্রতি তিনি সরকার ও জনস্বাস্থ্য প্রশাসনের উর্ধ্বতনমহলে চেষ্টা ও জোর তদবির করার মধ্য দিয়ে নোয়াখালীতে পূর্বের চেয়ারে স্থলাভিসিক্ত হওয়ার চেষ্টা ও জোর তদবিরের খবরে চরম প্রতিক্রিয়া দেখা দিয়েছে নোয়াখালীর নাগরিক সমাজে।সূত্র জানায়, এর জন্যে সরকারের জনস্বাস্থ্য অধিদপ্তরসহ উর্ধ্বতনমহলকেও আর্থিকভাবে সুবিধা গেলানোর চেষ্টা করছেন তিনি।জানা যায়, নোয়াখালীসহ দেশের বিভিন্ন কর্মস্থলে এবং বর্তমানে ঠাকুরগাঁয়েও নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসে নানান অনিয়ম ও দুর্নীতি সংঘটিত করছেন আহসান হাবিব।সংঘটিত দুর্নীতি, ফ্যাসিবাদের সক্রিয় দোসর এবং স্ত্রীর সাথে প্রতারণার ঘটনায় পুলিশের হাতে আটক থাকা ব্যক্তি সরকারের জনস্বাস্থ্য...