ব্যবসায়ীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা হলেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ তুলেছে ব্যবসায়ী ও শিল্প সংগঠনের নেতারা। এসময় কর আদায় ব্যবস্থার নানা জটিলতা ও হয়রানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত ‘মিট দ্য বিজনেস’ শীর্ষক সেমিনারে এসব অভিযোগ করেন তারা। সভায় শীর্ষ ব্যবসায়ী ও বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা জানান, অগ্রিম আয়কর (এআইটি) সমন্বয় না হওয়া, ছোট ব্যবসার জন্য উচ্চ টার্নওভার ট্যাক্সের হার, আমদানি-রফতানির সময় কাস্টমস ও বন্দরে কর্মকর্তাদের হয়রানি ব্যবসা পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামের ব্যবসায়ী মাহাবুব চৌধুরী বলেন, ‘আমরা প্রায়ই এসআইকুডার সার্ভারের সমস্যার মুখোমুখি হই। এর সমাধান জরুরি। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’ লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এলএফএমইএবি) সহ-সভাপতি নাসির...