কিলিয়ান এমবাপেকে উদ্দেশ্য করে বর্ণবাদী অঙ্গভঙ্গি ও শব্দ করার অভিযোগে রেয়াল ওভেইদোর এক সমর্থককে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন স্প্যানিশ পুলিশ। ওভেইদোর মাঠে গত ২৪ অগাস্ট ৩-০ গোলে জয়ের ম্যাচে এমবাপের বর্ণবাদী আক্রমণের শিকার হওয়ার অভিযোগ করে রেয়াল মাদ্রিদ। ওই ম্যাচে দুই গোল করেন ফরাসি এই তারকা ফরোয়ার্ড। ম্যাচটিতে ৩৭তম মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায় রেয়াল। ওই সময়ে দর্শকদের প্রতিক্রিয়ার টিভি ফুটেজ বিশ্লেষণ করেছে পুলিশ। বুধবার তারা জানিয়েছে, ওই সময় ওই ব্যক্তিকে বানরের শব্দ ও অঙ্গভঙ্গি করতে দেখা গেছে। রেয়ালের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ইএসপিএন। মামলাটি প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে। এই অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে। ৬০ হাজার থেকে সাড়ে ৬ লাখ ইউরো পর্যন্ত জরিমানাও করা হতে পারে। সঙ্গে স্টেডিয়াম...