নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বহুল আলোচিত সরকারি কর্মকর্তা ও বিনিয়োগকারী আবুল খায়ের হিরুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির ৯৭২তম কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, এই ঘটনায় একজন সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতা থাকায় বিষয়টি বিশেষভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিএসইসি সূত্র অনুযায়ী, আবুল খায়ের হিরু বর্তমানে সরকারের একটি অধিদপ্তরে কর্মরত। তদন্ত কমিটির প্রতিবেদনে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার নিয়ে সংঘটিত অনিয়ম ও কারসাজিতে তার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বিএসইসি। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, তদন্ত প্রতিবেদনটি দুটি প্রতিষ্ঠানের কাছে পাঠানো হবে। প্রথমত, আবুল খায়ের...