বাংলাদেশের পোশাকশিল্পকে সার্কুলার অর্থনীতির দিকে এগিয়ে নিতে এবং টেকসই উৎপাদন প্রক্রিয়াকে গতিশীল করতে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সার্কুলার টেক্সটাইল ট্রেড মিশন। ‘টুগেদার ফর অ্যা সার্কুলার ফ্যাশন টুমোরো’ প্রতিপাদ্যে আয়োজিত এ মিশন শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর এবং চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। মিশনটি যৌথভাবে আয়োজন করেছে নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি (আরভিও) ও ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস। যার সঙ্গে নিবিড়ভাবে সহযোগিতা করেছে বিজিএমইএ। মিশনের মূল লক্ষ্য রিসাইক্লিং, টেক্সটাইল বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নত উৎপাদন প্রক্রিয়ায় নতুন ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ তৈরি করা; পাশাপাশি প্রযুক্তি বিনিময় বাড়ানো—যেন সার্কুলার টেক্সটাইল অর্থনীতির দিকে দ্রুত এগিয়ে যাওয়া যায়। বিজিএমইএ সহ-সভাপতি ভিদিয়া অমৃত খানের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন বিজিএমইএ পরিচালক শাহ রাঈদ চৌধুরী, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, আসেফ কামাল পাশা ও সাকিফ আহমেদ...