মাগুরার ভায়না এলাকায় বিএডিসি গোডাউনের সামনে নিয়ম বহির্ভূতভাবে ডিলার পয়েন্ট বসানোর অভিযোগ উঠেছে। এতে সরকারি নিয়মনীতি মানা হচ্ছে না, বরং সিন্ডিকেটের মাধ্যমে তৈরি হচ্ছে কৃত্রিম সার সংকট। এ নিয়ে ডিলার ও কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ডিলার পয়েন্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. নাসিরুল হাসানের (পিকুল) বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। মাগুরা সদর উপজেলার ডিলার মো. শফিকুল ইসলাম বলেন, নির্দিষ্ট স্থান বাদ দিয়ে গোডাউনের সামনে ডিলার পয়েন্ট বসানোয় পুরো জেলার সারের সঠিক বণ্টন ব্যাহত হচ্ছে। একই অভিযোগ করেছেন শ্রীপুর উপজেলার ডিলার আবদুল জলিল। কৃষক সাইফুল ইসলাম (ভায়না, সদর) বলেন, গোডাউনে গেলেই বলা হয় সার নেই। পরে গোপনে বেশি দামে বিক্রি...