গতকাল ৯ সেপ্টেম্বরে উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শীর্ষ ৩ট পদসহ ২৮টির মধ্যে ২৩টিতে বিজয়ী হয়েছে। নির্বাচনে ভোটিং টার্নআউট ছিলো ৩১২৩৪ যা মোট ভোটারের ৭৮.৩৩%। দ্য ডিসেন্ট ভোট চলাকালে গতকাল বিকালে একটি জরিপ প্রকাশ করে। ছাত্র সংগঠনগুলো ডাকসু নির্বাচনে প্রার্থিতা ও প্যানেল ঘোষণার পর ভোটারদের মধ্যে ২৮ আগস্ট ২০২৫ থেকে ৪ সেপ্টেম্বর পরিচালনা করা জরিপের ফলাফলে যে চিত্র উঠে এসেছে তা গতকালের ভোটে কতটা প্রতিফলিত হয়েছে তা তলিয়ে দেখার চেষ্টা করা হয়েছে। আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশ করা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, দ্য ডিসেন্ট এর জরিপের ফলাফল প্রকৃত ভোটের ফলাফলে উল্লেখযোগ্যভাবে প্রতিফলিত হয়েছে। দ্য ডিসেন্ট এর ফলাফলে দেখা যায়, ভিপি, জিএস এবং এজিএস ৩টি পদেই শিবিরের প্রার্থীরা বড় ব্যবধানে...