নলকূপের পানি প্রবাহকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে নরসিংদীর শিবপুর উপজেলায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন জানান। নিহতরা হলেন- ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে সোহাগ (৪০) ও রানা (৩৫)। ঘটনার পর থেকে সোহাগের চাচা মামুন, তার ছেলে দিদার ও বিদ্যুৎ পলাতক রয়েছেন। শামীমা আক্তার বলেন, “দিদারদের নলকূপের পানি আমাদের বাড়ির উপরে আসে। এতে আমাদের চলাচল করতে সমস্যা হয়। এ নিয়ে আমার ছোট ছেলে রানা তার চাচা মামুনকে বিষয়টি জানায়। “তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মামুন, দিদার ও বিদ্যুৎ মিলে আমার ছেলে রানাকে ছুরি নিয়ে হামলা চালায় এবং তার পেটে আঘাত করে। তার চিৎকার শুনে সোহাগ এগিয়ে গেলে তাকে...