১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ পিএম নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবিতে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমান গ্রুপের বিক্ষুব্ধ বিপুল সংখ্যক সমর্থক বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। একই দাবিতে এর আগের দিন মঙ্গলবারও তার সমর্থকরা বিক্ষোভ-সমাবেশ করেছিল। ঘোষিত ওই নতুন কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের কয়েক হাজার সমর্থক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। নতুন কমিটি প্রত্যাখ্যান করে মূলত সেনবাগের প্রভাবশালী দুই নেতা জয়নুল আবেদীন ফারুক ও আলহাজ্ব কাজী মফিজুর রহমানের সমর্থকরা ফুঁসে উঠেছেন। তবে ঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে মঙ্গলবার...