ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গণনায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এক প্রার্থী। তার দেওয়া ভোট গণনার সময় ‘শুন্য’ হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় সদস্য পদের স্বতন্ত্র প্রার্থী মো. সজীব হোসেন এমন অভিযোগ করেন। তার ভাষ্য, কার্জন হল কেন্দ্রে শহীদুল্লাহ হলের ভোটার হিসেবে তিনি কেন্দ্রীয় সংসদের প্রধান তিন পদে ভোট দেন। অথচ ওই হলের ভোটের ফল প্রকাশের সময় জিএস পদপ্রার্থী মো. সম্রাট ইসলামের ভোট শূন্য দেখানো হয়েছে। তিনি বলেন, “ব্যালট পেপার বাতিল হলে তা প্রকাশ করা উচিত। কারণ এটি বাতিল হওয়ার কথা নয়। “আমি আজ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম। কিন্তু সেখানে আমি কাউকে পাইনি। পরে নির্বাচন কমিশনকে ফোন দিলে সেখানেও কাউকে পাইনি।” এবার ডাকসু নির্বাচনে...