আচমকা প্রাসাদোপম বাড়ি ছেড়ে বস্তিতে উঠলেন ১০ হাজার কোটি রুপির মালিক প্রযোজক ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোলসা। যেখানে মুম্বাইয়ের বস্তিগুলোয় মানুষের তিল ধারণের জায়গা নেই, সেখানে বিলাসবহুল বাড়ি ছেড়ে এক অপরিচ্ছন্ন নোংরা বস্তিতে কেন গেলেন অভিনেত্রী? এর মধ্যেই বস্তির বাসিন্দাদের সঙ্গে মিলেমিশে কয়েক দিন ধরে থাকছেন দিব্যা খোলসা। এমনিতে অভিনেত্রীর প্রতিদিনের খাওয়াদাওয়ার খরচ অনেক। সেখানে কীভাবে সাধারণ মানুষের মাঝে অতিসাধারণ খাবার খাচ্ছেন তিনি। বস্তির ঘরে গিয়ে চা খাচ্ছেন, নাস্তা করছেন, তা নিয়ে কৌতূহল অনেকেই। এমন পরিবেশে থাকতে থাকতে তার মাথায় নাকি উকুনও বাসা বেঁধেছে। তাহলে কি তার সংসারে অশান্তি চলছে? সে কারণে বাড়ি ছেড়ে এমন পরিবেশে মিশে গেছেন অভিনেত্রী। না, তেমন কিছুই নয়। দিব্যা খোলসা তার আগামী সিনেমা ‘চতুর নার’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ সিনেমায় বস্তির মেয়ের চরিত্রে দেখা যাবে...