ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির দীর্ঘ দিন পর মাদককাণ্ডে জড়িয়ে থাকা প্রসঙ্গে কথা বলেন। সেই সময় কয়েকজনের বিরুদ্ধে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহের অভিযোগ ওঠে। এ নিয়ে গত বছরের শেষের দিকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংবাদের শিরোনাম হয়েছিলেন তিন জনপ্রিয় অভিনেত্রী—তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির। এর সঙ্গেও নাম জড়ায় সংগীতশিল্পী সুনিধি নায়েকের নামও। সেই সময় পুরো বিষয়টি নিয়ে চুপ ছিলেন অভিনেত্রী সাফা কবির। এমনকি সামাজিক মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় আড়ালে চলে যান তিনি। দীর্ঘ আট মাস পর এ অভিযোগের বিষয়ে কথা বললেন অভিনেত্রী। জানালেন এমন খবর প্রকাশের পর তার কর্মজীবনেও ব্যাপক প্রভাব পড়েছিল। সম্প্রতি রুম্মান রশীদ খানের ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে অংশ নিয়ে সাফা কবির এমন কথাই জানান। সাফা কবির বলেন, ‘নিউজটি...