সেশনজট, ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, সনদ বিতরণে জটিলতা আর পরীক্ষকদের খাতা মূল্যায়নের বিল বকেয়াসহ দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় নিমজ্জিত ছিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। তবে, সাম্প্রতিক সময়ের ধারাবাহিক উদ্যোগ, কঠোর তদারকি ও সংস্কারের ফলে বিশ্ববিদ্যালয়টি ধীরে ধীরে সেই অচলাবস্থা থেকে বেরিয়ে এসে নতুন এক পরিবর্তনের পথে হাঁটছে। সবচেয়ে বড় সুখবর হলো, বিশ্ববিদ্যালয়টির দীর্ঘ আট বছরের সনদ ও সেশনজট এখন প্রায় সমাধানের পথে। এজন্য নেওয়া হয়েছে বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’। ৬ লাখের বেশি শিক্ষার্থী ধীরে ধীরে পাচ্ছেন সনদ ও নিয়মিত সেশন কাঠামোর স্বস্তি। চলতি বছরের বাকি চার মাসে নেওয়া হবে ৩টি বর্ষের চূড়ান্ত পরীক্ষা। ফল প্রকাশও করা হবে নির্ধারিত সময়ের মধ্যে। এদিকে নতুন প্রজন্মের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইসলামী অর্থনীতি ও ইসলামী ব্যাংকিং-এর মতো নতুন বিভাগ। আগামী বছর (২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্রথম...