১০০% উইন গিফটস অফার সহ অপে রেনো ১৪ ফাইভজি এখন বাংলাদেশের সকল অনুমোদিত আউটলেটে পাওয়া যাচ্ছে।রেনো ১৪ ফাইভজিতে গিফটস বাংলাদেশি ক্রেতাদের জন্য রেনো ১৪ ফাইভজি কিনলে ১০০% গ্যারান্টেড উইন অফার নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রতিটি রেনো ১৪ ফাইভজির ক্রেতা ৯,৩৮৮ টাকা সমমূল্যের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে অপো এনকো বাডস৩ প্রো, এক্সক্লুসিভ ভিআইপি কার্ড এবং ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা। ক্রেতারা আরও পাবেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, অপো সার্ভিস সেন্টারে প্রায়োরিটি সার্ভিস এবং সুরক্ষার অংশ হিসেবে একটি ফ্রি প্রোটেকটিভ ফিল্ম ও ফোন কেস। একইসাথে থাকছে, আকর্ষণীয় ছাড়ে অ্যাকসেসরিজ কেনার সুবিধা সহ লিকুইড অ্যান্ড অ্যাক্সিডেন্টাল ড্যামেজের ক্ষেত্রে এক বছরের ফ্রি কাভারেজ। উল্লেখ্য, অপে রেনো ১৪ ফাইভজি কনটেন্ট ক্রিয়েটর ও...